টাংগাইলের ধনবাড়ীতে বড় ভাইরের নববধূ নিয়ে পালিত ছোট ভাই উধাও

ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের মঠবাড়ী গ্রামে ঘটেছে এমন ঘটনা। ঘটনার বিবরনে জানাযায় গত ১১ বছর আগে ঢাকা জয়দেবপুর রেলস্ট্যাশন এক কুড়িয়ে পাওয়া নাম না জানা এক শিশু ছেলে কে পেয়ে রাস্থা হতে কুড়িয়ে আনেন ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের মঠবাড়ী গ্রামের আ: হামিদ খান এর ছেলে মো:শামছুল আলম খান। আর সেই থেকে পালিত শিশুটির নাম রাখা হয় মো: জাহাঙ্গীর আলম পিতার নাম দেওয়া হয় আ: হামিদ খান। সেই দিনের শিশুটি শুধু বলতে পারতো তার পিতার নাম গীতাশন মাতা লক্ষী ময়মনসিংহ জেলার মহনগঞ্জ এর তার বাড়ী আর কিছু বলতে পারতো না। সেই দিন শিশুটি নিজের নাম বলতে পারতো না বলে জানান বড় ভাই শামছুল আলম খান। আজ সেই ছেলের বয়স হয়েছে ১৫ বছর। কুড়িয়ে পাওয়া সেই ছেলেটি আজ মঠবাড়ী গ্রামের শামছুল আলমের পরিচয়ে বড় হয়েছে। সে আজ ধনবাড়ী উপজেলার বিভিন্ন্য হোটেলে কাজ করে যা”সবছিল দুই ভাই মিলে। এমন সময় বড় ভাই শামছুল আলম গত ছোট ঈদের দের মাস আগে বিয়ে করেন শামছুল আলম খান। বিয়ে করেন গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের দরিদ্র ইমাম বুড়ার মেয়ে তাসলিমা বেগম কে । বিয়ের পর হতেই তাসলিমার নজরে আসে পালিত দেবর জাহাঙ্গীর এর দিকে। আর দুই ভাই এক সাথে কাজ করার সুবাদে কেও রাতে বা কেই দিনে কাজ করেন হোটেলে। এমন সময় পালিত ছোট ভাই বড় ভাইয়ের স্ত্রী তাসলিমাকে নিজের করে নেওয়ার জন্য ছোট ঈদের পরের দিন কাউকে কিছু না বলে বাড়ী থেকে পালিয়ে যায়। আর সেই দিন হতে আজও বড় ভাই তাদের অপেক্ষায় রাস্থা চেয়ে বসে আসে। আর বিষয়টি নিয়ে বড় ভাই শামছুল আলম বাদী হয়ে ধনবাড়ী থানায় একটি অভিযোগ করেন। শামছুল আলম জানান,আমার পালিত ভাইকে আমি আমার জীবনের চেয়ে বেশী ভালবাসী। যে কোন মূলে আমি আমার ছোট ভাই জাহাঙ্গীর কে ফিরে পেতে চাই। তিনি আরও বলেন যদি কোন হৃদয়বান ব্যক্তি আমার ভাইরের ছবি দেখে চিনে থাকেন তবে দয়া করে আমার নিকট নিয়ে আসেন আমি তাকে পুরুকৃত করবো। পরিশেষে বলবো ভাই জাহাঙ্গীর আলম তুমি আমার নিকট ফিরে আসো। আমি তোমাকে আগের মত ভালবাসবো। ফিরে আসো আমার ভাই। সকলের নিকট অনুরোধ যদি ছবি দেখে কেও এই ছেলের সন্ধান পান তবে এই নাম্বারে যোগাযোগ করতে বলা হল। মোবাইল নাম্বার হলো: ০১৮৩১৫৬১৭৪৫ এই নাম্বারে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।