সর্বশেষঃ

ভোলায় পৃথক দুটি দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

মোঃ শাহীন কাদের (বিশেষ প্রতিনিধি) ৷৷ ভোলায় পৃথক দুইটি দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এদের একজনের মৃত্যু হয়েছে ট্রলারডুবিতে, অন্যজন মারা গেছেন বিদ্যুৎস্পষ্ট হয়ে। শুক্রবার (১০ মে) সকালে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ভোলা সদর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুই ব্যক্তির মধ্যে একজনের নাম হারুন মাঝি। তিনি সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর ছেলে রুবেল হোসেন জানান, শুক্রবার ভোররাতে তার বাবাসহ দুই ভাই মেঘনা নদীতে মাছ ধরতে যায়। ভোর সাড়ে ৫ টার দিকে একটি বার্জের সঙ্গে তাদের ট্রলারটির ধাক্কা লাগে। এসময় তিনি ও তার ভাই নদীতে পড়ে অন্য জেলে ট্রলারের মাধ্যমে তীরে ওঠে আসলেও বার্জের নিচে পড়ে তার বাবা আটকা পড়েন। দু’ঘণ্টা পর স্থানীয় জেলেরা হারুন মাঝির মরদেহ উদ্ধার করে।

অপরদিকে সদরের আলীনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফারুক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই ওয়ার্ডের আইয়ুব আলীর ছেলে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।