ভাষা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করলো নলগোড়া শরীফ বাড়ী মাধ্যমিক বিদ্যালয়

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদদের স্মরণ করেছে দৌলতখান উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নলগোড়া শরীফ বাড়ী মাধ্যমিক বিদ্যালয়। দিবসটি উপলক্ষে সকালে প্রভাত ফেরীতে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রভাত ফেরী শেষে স্কুলের সম্মুখে নির্মিত শহীদ মিনারে প্রথমে স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ মিলে শহীদদের শ্রদ্ধা জানিয়ে ফুল দেন। এসময় স্কুলের প্রধান শিক্ষক শরীফ মুহা: মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক রাবেয়া বেগম, সহকারী শিক্ষক মেহেদী হাসান মাসুদ, রাম কৃষ্ণ সিং, রিতা রানী ভক্ত, আতিকুর রহমান মিরাজ, মোঃ শরীফ হোসাইন, রেজাউল করিম দোলনসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এরপর একে একে ১০ম শ্রেনী, ৯ম শ্রেণী, ৮ম শ্রেণী, ৭ম শ্রেণী এবং ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শ্রদ্ধা জানিয়ে ফুল দেয়। এরপর সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতার মধ্যে ছিল কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, একক অভিনয়, নৃত্য। প্রতিযোগীতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।