সর্বশেষঃ

দৌলতখানে হিফজখানার শীতার্ত ছাত্রদের মাঝে কম্বল বিতরণ

মোঃ মিরাজ হোসাইন ॥ ঠান্ডা বাতাসের দাপট আর অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। তীব্র শীত আর কুয়াশায় নাকাল জনজীবন। আর শীতের এই তীব্রতা বেশি কাবু করে হিফযখানার ছাত্রদেরকে। কেননা রাতের আঁধারে তারা উঠে পবিত্র কোরআন মুখস্ত করার কাজে মগ্ন থাকতে হয়। আর শীতার্ত হিফযখানার ছাত্রদের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে এসে দাঁড়ালো ‘আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন মাস্টার ফাউন্ডেশন’। যারা ইতোমধ্যেই মানবসেবামূলক কাজ করে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। রবিবার (২৮ জানুয়ারী) সকাল ১০টায় ‘আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন মাস্টার ফাউন্ডেশন’ এর উদ্যোগে এ শীতকালীন কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন মাস্টার, আবদুর রহমান, মোঃ মনিরুল ইসলাম মুরাদ, দৈনিক ভোলার বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মিরাজ হোসাইন, ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ শরীফ উদ্দিন, মাওলানা মোঃ রিয়াজ হোসেন, মাওলানা মোঃ বেলাল হোসেনসহ প্রমুখ।
ফাউন্ডেশনের সভাপতি জেহাদ হোসেন উজ্জ্বল বলেন, মানবতার কল্যাণে কাজ করাই এই ফাউন্ডেশনের মুখ্য উদ্দেশ্য। ইতিপূর্বেও অসহায়, দুস্থ মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি। এছাড়াও বিভিন্ন ঈদে গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ী, লুঙ্গী ও কুরবানীর গোস্ত বিতরণের কর্মসূচি পালন করেছি। ইনশাআল্লাহ আমরা এধরনের কাজ ভবিষ্যতেও করবো। তাই আসুন আমরা সকলে শীতার্ত মানুষের পাশে দাঁড়াই।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।