প্রতীক পেয়েই প্রচারণায় আনারসের প্রার্থী মোশারেফ হোসেন, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। আজ ছিল প্রতীক বরাদ্দের দিন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোলা জেলার ৩টি উপজেলায় প্রতীক বরাদ্দ দেন জেলা নির্বাচন কমিশন। পছন্দ অনুযায়ী প্রতীক পেয়ে প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। প্রতীক পেয়েই প্রচারে নেমেছেন ভোলা সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন ও তার কর্মী সমর্থকরা। নির্বাচনকে উৎসবমুখর করতে এবার দলীয় প্রতীক ছাড়াই উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।
আনারস প্রতিক পেয়েই বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর দিঘলদী ইউনিয়নের রাড়ির হাট, নতুন মসজিদ ও ঘুইগারহাট এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলেছেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী মোশারফ হোসেন।
চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন বলেন, বিগত ১০ বছর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করার চেষ্টা করেছি। আবারও সুযোগ পেলে নিজের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে পূনরায় চেয়ারম্যান নির্বাচিত করার জন্য অনুরোধ জানান। তিনি ভোটারদের খোজ খবর নেন এবং কুশল বিমিময় করে আনারস প্রতীকে ভোট প্রার্থনা করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।