ভোলায় শ্রমিক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ আজিজুল হক ॥ ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ রাইসুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসেন তালুকদার।
প্রধান অতিথির বক্তৃতায় গোলাম নবী আলমগীর বলেন, যে সকল শ্রমিক নিহত কিংবা নির্জাতিত হচ্ছে সেই সকল শ্রমিক তাদের অধিকার পাচ্ছে না। তাই এই সরকারকে হটিয়ে শ্রমিক বান্ধব সরকার প্রতিষ্ঠা করতে শ্রমিকদের এগিয়ে আসতে হবে।
সভা পরিচালনা করেন জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্মম্যান, বশির আহমেদ হাওলাদার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরনবী তালুকদার, থানা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মোঃ লিয়াকত আলী, জেলা কৃষক দলের সভাপতি আঃ রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান আরজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আকবর হোসেন, সদর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আওলাদ হোসেন বাহার, সদস্য সচিব আব্দুল কাদের বিপ্লব। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা শ্রমিক দলের কোষাধ্যক্ষ জীলন মীর। সভায় জেলা শ্রমিক দলের অন্যান্য সদস্যসহ বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।