সর্বশেষঃ

ভোলায় তথ্য অফিসের উদ্যোগে ভেলুমিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় ভোলা সদর উপজেলার ভেলুমিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভেলুমিয়া ইউনিয়নের পোলগোড়া বাজার সংলগ্ন মাঠে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারী সামাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো: ইকাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মো: নজরুল ইসলাম বলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর দেশের সুস্থ, পশ্চাৎপদ, দরিদ্র, এতিম, অটিস্টিক ও প্রতিবন্ধী এবং সমাজের অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ও বহুমুখী কর্মসূচি নিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুদৃঢ়করণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বয়স্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, হিজড়া, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন ধরনের ভাতা প্রদান করে থাকে উল্লেখ করে তার বক্তব্য প্রদান করেন।
বিশেষ অথিতির বক্তব্যে মো: ইকবাল হোসেন বলেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীকে সাবলম্বি করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে মায়েদেরকে সাবলম্বি করার জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থাগ্রহণে করেছে। যাতে মায়েরা ঘরে বসে অর্থ উপার্যন করে পরিবারের আর্থিক সহায়তা করতে পারে। পুরুষের পাশাপাশি নারী কর্মক্ষম হলে সেই পরিবার অসচ্ছল থাকতে পারেনা। তাই আপনারা যারা এখনও মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণ করেননি। তারা ইচ্ছে করলে প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। প্রশিক্ষণ কালীন সময়ে আপনি প্রশিক্ষণ ভাতা পাবেন এবং প্রশিক্ষণ শেষে সনদ প্রাপ্ত হবেন। উক্ত সনদ দিয়ে আপনি সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে চাকুরির জন্য আবেদন করতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তথা ভোলার উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে প্রায় দুই-তিন শতাধিক মায়েরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন স্মার্ট বাংলাদেশ ও ভিশন: ২০৪১, সরকারের বিভিন্ন পদক্ষেপ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, চতুর্থ শিল্প বিল্পবের গুরুত্ব, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষাসহ নিরাপদ খাদ্য, ডেঙ্গু প্রতিরোধে করণীয়, মানব পাচার, মাদকের ভয়াবহতা, সন্ত্রাস, গুজব, দেশের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধ, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাতি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম, তথ্য অধিকার ইত্যাদি বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।