সর্বশেষঃ

ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন : উঠান বৈঠকে এমপি জ্যাকব

নজরুল ইসলাম মামুন, মনপুরা ॥ ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনের ৫ম বারের মত টানা আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে ডিজিটাল থেকে র্স্মাট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করছেন। তখন দেশী-বিদেশীসহ বিএনপি-জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা দলীয় নেতা-কর্মীদের সজাগ দৃষ্টি রেখে কাজ মোকাবেলার নির্দেশ দেন। এছাড়াও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারী জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেওয়ার দাবী করেন।
গত দুইদিন (মঙ্গলবার ও বুধবার) ভোলার মনপুরা উপজেলায় অবস্থান করে ৫টি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজার ও সন্ধ্যা ৭ টায় উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজারে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে যোগ দেন। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা সদর হাজিরহাট ইউনিয়নের হাজিরহাট বাজারে দলীয় কার্যালয়ে সামনে, মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ বাজারে ও বিকেল ৪টায় নবগঠিত বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে যোগ দেন আলহাজ্ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
উঠানে বৈঠকে এমপি জ্যাকব আরও বলেন, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত দেশে অরাজকতা করছে। তারা নির্বাচনে না এসে নির্বাচনকে বানচাল করার পায়তারা করছেন। তারা (বিএনপি-জামায়াত) নির্বাচনকে ভয় পায়। বাংলাদেশের উন্নয়ন হউক স্বাধীনতার বিরোধী শক্তি মেনে নিতে পারে না। আজ বাংলাদেশের জনগন হরতাল অবরোধ মানেনা। জনগণ শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী দেখতে চায়। জনগণ ৭ জানুয়ারী নেীকা মার্কায় ভোট দিতে মুখিয়ে রয়েছে। এই সময় তিনি চরফ্যাসন-মনপুরায় সকল উন্নয়নের ফিরিস্ত তুলে ধরে ফের নেীকা মার্কায় ভোট চান।
দুই দিনের টানা উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী,মনপুরা উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবদিন আখন, চরফ্যাশন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম ভিপি, মনপুরা উপজেলা আ’লীগ সহসভাপতি একেএম শাহজাহান, উপজেলা যুবলীগ সভাপতি ও হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন হাওলাদার, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, মনপুরা উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর, মনপুরা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন হাওলাদারসহ ৪টি ইউনিয়ন আ’লীগ সভাপতি, সম্পাদকসহ সকল সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।