সর্বশেষঃ

তজুমদ্দিনে সিপিপি’র মাঠ মহড়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ভোলার তজুমদ্দিন উপজেলা কর্তৃক আয়োজিত ঘূর্ণিঝড় বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জুন) বিকেল ৩ টায় তজুমদ্দিন সরকারি কলেজ মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি বক্তব্যে ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাত ধরেই আমরা দুর্যোগে সক্ষমতা অর্জন করেছি। দুর্যোগে সহনীয় স্থাপনা ও প্রকল্পের মাধ্যমে উপকূল বাসীকে নিরাপদ রাখার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপকূল জুড়ে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি করতে সিপিপির সদস্যদের ভূমিকা প্রসংশনীয়। এবং অধিকাংশ এলাকায় দূর্যোগ পরবর্তী উদ্ধার কার্যক্রমে সিপিপি সদস্যদের মাঠে দেখা যায়।
উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে ও সিপিপি উপজেলা টিম লিডার টুটুল তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিপিপি কর্মকর্তা মুজাহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ কিরন, উপজেলা যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু, শম্ভুপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রাসেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।