সর্বশেষঃ

যদি এমন হতো

জহরলাল মজুমদার

যদি এমন হতো,
আমাকে শৈশব ফিরিয়ে দিলো কেউ!
তবে আমার যৌবনের কবিতায় বিরক্ত রমণীকে,
ঘুম ভাঙ্গা ঘরের ভোরের আলোর মত
বাঁকা চোখের দৃষ্টি ফেলতে হতনা আদৌ।
যদি পাশ ফিরে শোয়া সুখের মত
যৌবন ফিরিয়ে নিতেন মুখ।
তবে মুক্তি পেত মুক্তানন্দে হারিয়ে যেত শব্দেরা,
রস বিমুখ প্রিয়ার হাসিতে ঝরতো সুখ আর সুখ।
যদি এমন হতো,
আমার প্রেমের দহন নিভে গেল।
আমার অমর তৃষ্ণা মিটে গেল শূন্যতায়
তবে তোমাদের সাহিত্য পূর্ণ হতো শালীনতায়।
যদি এমন হতো,
আমি গরিলার প্রেমে পড়ে হতে পারি বনবাসী,
তবে তোমাদের নীল শাড়ি চুড়িপরা নারীদের
বেসুরো অভিমানে বলবোনা ভালোবাসি।
যদি এমন হতো,
কোনএক উষ্ণ রাতে আমার বিছানার শয্যা সাথী,
কামনায় নিমগ্ন অন্ধকার।
তবে পৃথিবীর এতসব বিধানেরই দুঃখ মেনে,
বলো আমার এতরাত নির্ঘুম জাগার ছিল কি দরকার?

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।