ভোলার বাণী’র ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে বিশেষ আয়োজনে---

শুভ কামনায় শুভ দিন, পাঠক প্রিয় ভোলার বাণী’র জন্মদিন

ভোলার বাণী’র ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে বিশেষ আয়োজনে—

শুভ কামনায় শুভ দিন
পাঠক প্রিয় ভোলার বাণী’র জন্মদিন।
এইতো আসলো সেই বছর, চলে গেল আটটি বছর।
অষ্ঠম বছরে পদার্পণ যাত্রা হোক শুভক্ষণ।
আনাছে, কানাচে, কোনে, যে যাই শোনে
সততা যাচাইতে ভোলার বাণীতেই খোঁজে।

দেশ ও দশের অসমাপ্ত তথ্যপ্রকাশের পর
সমাপ্ত হয়েছে তা কিছুদিন পর।
প্রতিদিন সন্ধার পরে মিলন মেলার তরে,
কত আয়োজন রঙ্গ-রসে।
খাওয়া হয়, দাওয়া হয়, আরো কত আলোচনা।
প্রকাশ হয় কালকে, আজকের ঘটে যাওয়া ঘটনা।

সম্পাদক বলে প্রতিটি ঘরে
চায়ের সাথে পাঠক যেন পত্রিকা পড়ে।
দিন কাটে তার আতঙ্কে
পত্রিকা, নিউজ, প্রতিনিধির স্মরণ কালে।
যে যাই বলুক প্রতিনিধিরাই পত্রিকার লোক,
মনমালিন্য যাই ঘটুক বাজায় বাহিরের লোক।

সুখে-দুখে ঘিরে সুশীল, সামাজিক, কর্মজীবী রাজনীতিবিদ মিলে।
শ্রম দিচ্ছেন গত ৭ বছর ধরে।
অভিনন্দন তাদের শুভ কামনা, শুভ জন্মদিনে।

(অষ্টম বছরের জন্য শুভকামনা রইল। জন্মদিনে কবিতা উৎসর্গ করলেন)
(কবি মোঃ শাহীন কাদের)

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।