মৃত্যু! মৃত্যু !! মৃত্যু !!!

ফারহানা পারভীন জুঁই,

কত স্বপ্নের মৃত্যু
বাংলাদেশ তোমার বুকে দাউ দাউ করে জ্বলছে
তোমার সন্তান।
তুমি কি এখনো জেগে উঠবেনা?
“আমি তো এমনিতেই মারা যাব
আমার বৌ-বাচচাকে বাঁচান”””
বলতেই মৃত্যুর কোলে তোমার সন্তান।
স্ত্রী-সন্তানের হাত ধরে ছুটে চলেছিল
সেই বন্ধন তোমাদের হিংস্রতা ছিন্ন করে দিল।
কত মা অপেক্ষায় তার সন্তান বাড়ি ফিরবে,
মায়ের অপেক্ষার প্রহর যে আর শেষ হবে না।
চোখের সামনেই দাউ দাউ করে জ্বলছে হাজারো প্রাণ।
তোমাদের কি একটু ও বুক কাঁপে না?
এভাবেই কি মনে করে দিতে হবে,
তোমরা কতটা বর্বর, হিংস্র
তোমাদের ভাষায় মানুষের জীবন তো একটা উইকেট মাত্র
পড়লেই কি আর না পড়লেই কি
আহা! জীবন! তুমি মূল্যহীন
ওদের মত কিছু বিকৃত মানসিকতার কাছে।
আহা! মৃত্যু! ভালবাসার মৃত্যু
“আগুনে পুড়ে আমার বৌ-বাচচা মারা গেছে
আমি বের হয়য়ে কি করব?
এমন পবিত্র, নি:স্বার্থ ভালোবাসার মৃত্যু
এমন লেলিহান আগুনে পুড়েও
তোমাদের বিবেক জাগ্রত হয় না
তোমরা পশু, তোমরা অসুস্থ
মানুষের যন্ত্রনা তোমাদের হৃদয় কম্পিত করে না
কারণ, তোমাদের হৃদয় নামক যন্ত্রটাই নেই।
ধিক্কার তোমাদের, ধিক্কার।
বেনাপোল অগ্নিকান্ড অতঃপর মৃত্যু।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।