আহা ইলিশ

শাহীন আফসার

ইলিশ আমাদের জাতীয় মাছ,
যতই খাই মেটেনা আশ!
পদ্মার ইলিশ, স্বাদে অতুলনীয়!
যায় সব দেশ হতে দেশান্তরে,
খাই না খাই আছে তো
মোদেরই ভান্ডারে।
তাই নিয়েই আহা মরি মরি,
বুক ফুলিয়ে গর্ব করি।
প্রচুর উৎপাদনশীল এই মাছ,
খাবার লাগেনা, ঔষধও লাগেনা,
কেনো জানিনা!
গরীবের ভাগে জোটেনা।
বাজারে গিয়ে ললুপ দৃষ্টি,
মনে হয় কেনো এই সৃষ্টি?
জোটে নাতো পাতে?
কার কি যায় তাতে?
কাড়ি কাড়ি টাকা তো আসে
ভিন দেশ হতে!!

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।