সর্বশেষঃ

বোরহানউদ্দিনে সরিষা উৎপাদন লক্ষ্যমাত্রা ১ হাজার ১শ’ ৮৮ মেট্রিক টন

মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন ॥ এবার ভোলার বোরহানউদ্দিনে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হবে বলে আশা করছেন উপজেলা কৃষি কর্মকর্তা। তাদের প্রাক্কলন অনুযায়ী, চলতি মৌসুমে বোরহানউদ্দিনে ১ হাজার ১শ’ ৮৮ মেট্রিক টন সরিষা পাওয়া যাবে।
বোরহানউদ্দিন কৃষি অফিস সূত্রে জানা গেছে, বিভিন্ন ধরনের তেলবীজের মধ্যে অন্যতম বীজ হচ্ছে সরিষা, যা বোরহানউদ্দিনে চাষ হয়। এবার ধানের বাম্পার ফলন পেয়ে কৃষকরা ইরি’র মাঝে নির্ধারিত গ্যাপে সরিষা আবাদে জোর দিচ্ছেন। সরিষার পরে কৃষক ইরি আবাদ করতে পারবেন, এবং কৃষক বেশি লাভবান হবে। গত মাসে বৈরী আবহাওয়ায় আমন ধান কাটতে দেরি হওয়ায় সরিষা আবাদও ব্যাহত হয়। এ কারণে জেলায় তেলবীজটি আবাদে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তবে ভালো শীত পড়ায় এবার বোরহানউদ্দিনে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
সূত্র জানায়, চলতি মৌসুমে বোরহানউদ্দিনে সরিষা আবাদ লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫শ’ ৫০ হেক্টর। এর বিপরীতে আবাদ হয়েছে ৬শ’ ৬০ হেক্টর। আর এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ১শ’ ৮৮ মেট্রিক টন। ফলন বাড়ানোর জন্য এবার বিএডিসি উন্নত মানের উচ্চফলনশীল জাতের বীজ কৃষক পর্যায়ে সরবরাহ করেছে। এছাড়া কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের সারও বিতরণ করা হয়েছে।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ সরিষার ক্ষেতে ফুল এসেছে। দেখে মনে হয়, পুরো মাঠে যেন হলুদ কার্পেট বিছিয়ে দেয়া হয়েছে। কৃষকরা জানান, এবার সরিষা গাছের বৃদ্ধি ভালো। এতে ভালো ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলা কৃষি অফিসার এইস এম সামীম জানান, এবার সরিষা চাষ সফল করতে কৃষকদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণের পাশাপাশি সরিষা সংরক্ষণের জন্য উপকরণ বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের সরিষা বীজ ও সার দেয়া হয়েছে। সব মিলিয়ে এবার সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।