ভোলার কন্যা চর কুকরী-মুকরী

জাহীদ হোসেন

চলো যাই ঘুরে আসি, মন আজ পরবাসী
ভোলার এক রূপসী কন্যা চর কুকরী মুকরী,
বিচ্ছিন্ন এক জনপদ, অপরূপা রূপ নিয়ে
যেথায় মানুষ থাকে, প্রকৃতির সাথে মিলেমিশে।

যেতে চাও আরও দূর, যেথা আছে রোদ্দুর
সোনা ঢালা রং মেখে, খুঁজে পাবে নিজেকে,
সাগর নদী মিলিমিশি, উত্তাল জলরাশি
তারুয়ার কোল ঘেঁষে, লাল কাঁকড়াদের দেশে।

মোহনার ধার ঘেঁষে, যাবো মোরা হেসে হেসে
নীল জল-নীল আকাশ, উড়ে চলে বুনো হাঁস,
মনে নিয়ে কতো কথা, আসে হেথা দল বাঁধি
পরিযায়ী যতো পাখি, যেতে দিতে ইচ্ছে নাহি!

কুকরীর বুক চিরে, যেতে পারো আরও দূরে
ছোট ছোট ঘর বাড়ি, থাকে সেথা সারি সারি
যেতে পারো নারিকেল বাড়ি, চারিদিকে মনোহারী
প্রাণ খানা পাবে ফিরে, কোলাহল থেকে দূরে।

অচেনা মুখেতে ভরা, জীবনের রং ধরা
মানুষের কতো রূপ, কড়িয়ে নেবে সুখ,
আনন্দটুকু মেখে গায়, সুখ-দুঃখ এক নায়
চলো যাই ঘুরে আসি, মন হবে হাসি-খুশি।

সারাদিন হৈ হুল্লোড়ে, কাটাবো ঘুরে ফিরে
মুখেতে দু-কলি গান, অজান্তে ভরবে প্রাণ
খুশি টুকু মুঠো ভরে, সযতেœ আনবো ধরে
বারবার ফিরে আসি, অপরূপা কুকরী মুকরী।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।