সর্বশেষঃ

ভোলায় সিআরএসএস-প্রচেষ্টা প্রকল্পের কার্যক্রমের বাৎসরিক সহভাগিতা সভা

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সিআরএসএস প্রচেষ্টা প্রকল্পের বাৎসরিক শিক্ষা সহভাগিতা অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস) এর আয়োজনে এবং কেএনএইচ (জার্মানী) সহযোগিতায় সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১০ টায় ভোলা সদর উপজেলা উকিল পাড়া সিআরএসএস প্রচেষ্টা প্রকল্প অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিবেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ চামেলী বেগম, সাংবাদিক মোঃ বশির আহম্মেদ। এছাড়াও
সিআরএসএস প্রধান কার্য্যালয়ের সহকারী সমন্বয়কারী প্রকল্প রিগবী সেতু গোমেজ, মি. যাদব চন্দ্র গুহ ফিনান্স সমন¦য়কারী সিআরএসএস প্রধান কার্য্যালয়, প্রচেষ্টা প্রকল্প টীম পিও, সিএফ, পিএও, অফিস সহকারীগণ, সিএলএ, সিএফএস সদস্য, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদ সচিবসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন প্রচেষ্টা প্রকল্পের ব্যবস্থাপক মি. আগষ্টিন বৈরাগী। সভাটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রচেষ্টা প্রকল্পের সিপিও নওমী বিশ^াস।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন ধনিয়া স্লুইজ গেট জামে মসজিদের ঈমাম মাওলানা মোঃ হাসানুজ্জামান।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম তার বক্তব্যে সিআরএসএস এর কর্মকান্ডের প্রসংশা করেন এবং সংস্থার কাজ ভোলার গুচ্ছ গ্রামগুলোতে সম্প্রসারণ করারও সুপারিশ করেন।
প্রকল্প ব্যবস্থাপক বলেন, প্রচেষ্টা প্রকল্পটি মা ও শিশু কেন্দ্রীক। ২৪ শত হতদরিদ্র নারী সদস্য নিয়ে ১ শত ২০টি আত্ম-সহায়ক দল গঠন করা হয়। স্ব-সহায়তা পদ্ধতি একটি সঠিক পদ্ধতী। আত্ম-সহায়ক দলের সদস্যগণ নিজেরাই নিজেদের দল পরিচালনা করে থাকেন। প্রকল্পটির ৪টি সাব অবজেক্টিভ এর মাধ্যমে সকল কার্যক্রম সাজানো হয়েছে। আত্ম-সহায়ক দলগুলো পরিকল্পনা অনুসারে গুচ্ছ সংগঠন বা সিএলএ গঠন করবে চূড়ান্তভাবে তারা বৃহত্তর সংগঠন বা ফেডারেশন তৈরী করে তার মাধ্যমে তাদের সকল কার্যক্রম পরিচালনা করবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।