ভোলায় বিশ্ব ডিম দিবস পালিত

‘প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন’ এই প্রতিপাদ্য নিয়ে ভোলায় পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর র‌্যালি, আলোচনা সভা ও ডিম খাওয়ার আয়োজন করে। সকাল ১০টার দিকে ভোলা জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে শুরু করে র ্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সকাল ১১টার দিকে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ইন্দ্রজিৎ কুমার মন্ডল। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ মোঃ হাসান ও ভোলা পল্ট্রি হেচারির সত্বাধিকারী এ,বি,এম শাহজাহান। এ সময় প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তা ও কর্মাচারিরা উপস্থিত ছিলেন। পরে ভোলার ফাতেমা খানম নূরানী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ও পথচারীসহ দুই শতাধিক ব্যক্তিকে ডিম খাওয়ানো হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।