লালমোহন-ঢাকা নৌরুটে যুক্ত হচ্ছে নতুন ২টি লঞ্চ

ভোলার লালমোহন-ঢাকা নৌরুটে যুক্ত হচ্ছে অত্যাধুনিক দু‘টি লঞ্চ। মেসার্স খান ওয়াটার ওয়েজ কোম্পানির বিলাসবহুল লঞ্চ দু‘টি হলো এমভি শ্রীনগর-৭ ও ৮। বৃহস্পতিবার (৯ জুন) রাত ৮ টায় ঢাকা সদরঘাট থেকে শ্রীনগর-৭ লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে আসবে। ঢাকা সদরঘাটে লঞ্চটি উদ্বোধন করবেন ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। এদিন তিনি উদ্বোধনের পর ঢাকা থেকে ওই লঞ্চে করে লালমোহন আসবেন। এছাড়া আগামী ১৪ জুন এমভি শ্রীনগর-৮ ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং এ দু‘টি অত্যাধুনিক লঞ্চ নিয়মিত এ রুটে চলাচল করবে বলে জানিয়েছে লঞ্চ মালিক কর্তৃপক্ষ। নতুন এ লঞ্চ দুটি আগের তুলনায় বড় হওয়ায় লালমোহন স্লুইজ গেট ঘাটে ঘাট না করে তার পরিবর্তে স্লুইজ গেট ঘাটের পশ্চিম পাশে বড় নদীতে ঘাট করবে।
লালমোহনের সাধারণ মানুষ ও ব্যযবসায়ীদের কথা চিন্তা করে এবং বর্ষায় যাতে লালমোহনবাসী নিরাপদে ঢাকা যাওয়া আসা করতে পারে এজন্য ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের ঐকান্তিক প্রচেষ্টায় নতুন লঞ্চ দুটি এই রুটে এসেছে। লালমোহন-ঢাকা রুটে নতুন ২টি লঞ্চ আসায় যাত্রীসেবার মান বৃদ্ধি পাবে এই প্রত্যাশা লালমোহনবাসীর।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।