সর্বশেষঃ

ভোলায় আগুনে পুড়ে ছাই দোকানদার রিয়াজের স্বপ্ন

গতকাল রাত আনুমানিক ২.৩০ সময় আগুনে পুরে প্রায় ১৫ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায়,উত্তর দিঘলদী খুশিয়া গ্রামের ৯ নং ওয়ার্ডের রিয়াজের মুদি ও ষ্টেশনারী, কসমেটিক,হার্ডওয়ার,বিকাশ,রকেট, তৈল,গ্যাস, ফ্রিজ, মোবাইল ও নগদ টাকা সহ ব্যাবসাহিক প্রতিষ্ঠান টি আগুনে পুরে তার স্বপ্ন নিঃশেষ হয়ে যায়। রিয়াজ হাওলাদার জানান রাত ১০ টায় দোকান বন্ধ করে সে তার শশুর বাড়ীতে যায়,রাত অনুমান ২.৩০মিঃ তার দোকানের পাশের বাড়ীর মহিলা তাকে ফোনে আগুন লাগার কথা জানায়,তিনি সংবাদ পেয়ে প্রতিবেশিদের ফোন দিলে এলাকার লোকজন আগুন নিভানোর জন্য ছুটে আসলেও শাটার বন্ধ থাকায় আগুন নিভাতে না পেরে ভোলা ফায়ার সার্ভিস কে ৪.১৫মিঃ-ফোন দেয় ,ফোন পেয়ে ষ্টেশন অফিসার মোঃ সুমন সহ দুমকল বাহিনীর ৭জনের একটি টিম ৪.৪৫মিঃ ঘটনাস্থলে পৌছে প্রায় ১ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে,তবে ততক্ষণে পোরার পর দোকানের কিছুই উদ্ধার করা যায়নি,স্হানীয় ভাবে থানায় জানালে এস,আই,কাজল ইসলাম ঘটনাস্থল তদন্ত করেন,আগুনের সুত্রপাত সম্পর্কে প্রত্যক্ষ কোন তথ্য জানা যায়নি। ক্ষতিগ্রস্ত দোকানের মালিক রিয়াজ হাওলাদারের দাবী তিনি ৭.৮.৯নং ওয়ার্ডের মহিলা প্রার্থী আয়েশা বেগমের মাইক মার্কার সমর্থক, এজন্য প্রতিপক্ষ প্রার্থী ফজলুর রহমান, ও ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী বশির মাতাব্বর,ও, আনছান মাতাব্বর কিছুদিন আগে হুমকি দিয়েছিল, হয়তো তারাই আমার ক্ষতি করেছে।

প্রতিপক্ষ ফজলুর রহমান ও বশির মাতাব্বর মুঠোফোনে জানান, সবাই আমাদের দল করবে এমন হতে পারেনা, আর রিয়াজ একজনকে সমর্থন করতে পারে,সেতো প্রার্থী নয়,তার সাথে আমাদের কোন বিরোধ নাই,হয়তো রিয়াজ কে আমাদের প্রতিপক্ষ ভুল বুঝাইয়া আমাদের কে হেয় প্রতিপন্ন করার পায়তারা করছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।