সর্বশেষঃ

মরণ ফাঁদ বোরহানউদ্দিনের কাজীরহাট বেইলীব্রিজ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ও টবগী ইউনিয়নের মাঝামাঝি কাজীর হাট বাজারের উত্তর মাথার ষ্টিলের বেইলীব্রিজটি এখন মরণ ফাঁদ। মেয়াদোত্তীর্ণ ব্রিজটির অবস্থা ৩ বছর আগেই বেহাল অবস্থায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই ব্রিজটি দিয়ে প্রতি দিন শত শত লোকজন যাতায়াত করে। ছোট ছোট বাচ্চারা ব্রিজটি দিয়ে স্কুল ও মাদাসায় আসাযাওয়া ঝুঁকি পূর্ন হয়ে পরেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী হাসান নগর ইউনিয়নের জাহাঙ্গীর মেম্বার নিজেস্ব অর্থায়নে ষ্টিলের ব্রিজটি কিছু কাঠ দিয়ে আংশিক ভাবে মেরামত করেছেন। বর্তমানে ব্রিজটির এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যা সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা যেন দ্রুততার সাথে ব্রিজটটি পূর্ণ নির্মাণ করেন তার দাবী জানিয়েছেন ভুক্তভোগী জনগণ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।