নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার

মনপুরায় ৬ জেলের জরিমানা

ভোলার মনপুরার মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের সময় দুই ট্রলারসহ ৬ জেলেকে আটক করেছে ভারপ্রাপ্ত ইউএনও মোঃ সেলিম মিয়ার নের্তৃত্বে পুুলিশের একটি টিম। পরে জেলে ট্রলারে থাকা ৩০ হাজার মিটার জাল আগুনে পুড়িয়ে ফেলা হয় ও একশত পিচ্ মা ইলিশ তিনটি মাদ্রাসায় বিতরন করা হয়।
বৃহস্পতিবার ভোর রাত ৪ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের হাজিরচর সংলগ্ন মেঘনায় অভিযান পরিচালনা করে জেলে, মাছ ও জাল জব্দ করা হয়। আটককৃত ৬ জেলে হলেন, মোঃ শিপন, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ ইলিয়াছ, মোঃ লোকমান, মোঃ সোহাগ ও মোঃ ইউনুচ। এদের সবার বাড়ি মনপুরা উপজেলার চরফৈজুদ্দিন গ্রামে। পরে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় আটককৃত জেলেদের ভ্রাম্যমান আদালতের বিচারক ভারপ্রাপ্ত ইউএনও সেলিম মিয়া মৎস্য আইনে প্রত্যেক জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সেলিম মিয়া জানান, হাজীরচর সংলগ্ন মেঘনায় অভিযান চালিয়ে দুই জেলে ট্রলারসহ ৬ জেলেকে আটক করা হয়। এই সময় ট্রলঅরে থাকা জাল আগুনে পুড়িয়ে ফেলা হয় ও জব্দকৃত মা ইলিশ তিনটি মাদ্রাসায় বিতরন করা হয়। আগামী ৪ নভেম্বর পর্যন্ত মেঘনায় অভিযান চলবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।