প্রত্যেকটি লড়াই-সংগ্রামে ছাত্রলীগের অর্জন রয়েছে : এমপি শাওন

স্টাফ রিপোর্টার ॥ ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস হলো গৌরবের ইতিহাস। ছাত্রলীগ বাদ দিয়ে বাংলার ইতিহাস তৈরি সম্ভব নয়। প্রত্যেকটি লড়াই সংগ্রামে ছাত্রলীগের অর্জন রয়েছে। স্বাধীনতার সংগ্রামে ছাত্রলীগের অবদান ছিল প্রশংসনীয়। ছাত্রলীগ আদর্শের রাজনীতি করে, যা কোন বিনিময়ে কেনা যায়না। ছাত্রলীগ হলো বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী তৈরির কারখানা এবং এখান থেকে আওয়ামীলীগের নেতা তৈরী হয়েছে। ছাত্রলীগ ছিলো বঙ্গবন্ধুর রাজনৈতিক দুরদর্শি চিন্তার প্রতিফলন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ার) দুপুরে তজুমদ্দিনের আধুনিক হলরুমে বাংলাদেশ ছাত্রলীগের আয়োজিত পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
তজুমদ্দিন উপজেলা শহর ছাত্রলীগের সভাপতি মিঠুল সিং এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, মহিউদ্দিন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক শহীদুল্যাহ কিরন, ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, সেচ্ছাসেবকলীগ সভাপতি ইশতিয়াক হাসান, শ্রমিকলীগ সভাপতি টুটুল তালুকদার, ছাত্রলীগের সভাপতি সাইফুদ্দিন সবুজ প্রমূখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।