তোমার জন্য নয়

জাহীদ হোসেন

আমার এই কবিতাটা তোমার জন্য নয়
নিছক ভালোবাসার ছন্দময় কাহিনী নয়,
যারা দিন শেষে নরম বিছানা খুঁজে
তাদের জন্যও নয়।

যারা দুরন্ত মিছিলে ব্যারিকেড ভেঙে
কাঁপিয়ে তুলবে জনতার রাজপথ,
আটকে দেবে ছদ্মবেশী হায়েনাদের পথ
আর প্রতিহিংসার আগুনে দগ্ধ হয়ে
ছিনিয়ে আনবে একটা রাঙা সকাল,
আমার কবিতা শুধু তাদের জন্য।

তুমি কি যুদ্ধ শিশু দেখেছো! তুমি কি বীরাঙ্গনার
ফ্যাল ফ্যাল চোখে চোখ রেখেছো?
ফিলিস্তিন সিরিয়া ইউক্রেন কিংবা রোহিঙ্গা
ভুবন জুড়ে এই যে যুদ্ধ যুদ্ধ খেলা,
আমার কবিতা সেই যুদ্ধ বিধ্বস্ত মানুষের জন্য।

আমার কবিতায় একুশ কথা বলে।
আমার কবিতায় একাত্তর কথা বলে।
আমার কবিতায় ভোট, ভাত কথা বলে।
মানুষের কথা বলার ন্যায্যতা কথা বলে।

আমার কবিতায় তারামন বিবি কথা বলে।
সাগর-রুনির অবুঝ শিশু কথা বলে।
নূর হোসেনদের আত্মত্যাগ কথা বলে।
অবহেলিত গনতন্ত্র আর মানবতা কথা বলে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।