সর্বশেষঃ

লালমোহনে নিজ জমি থেকে গাছ কাটতে গিয়ে বাঁধার শিকার মালিক

ভোলার লালমোহনে নিজ জমিতে গাছ কাটতে গিয়ে বাঁধার শিকার হয়েছেন মো. রফিকুল ইসলাম নামের এক জমি মালিক। শুক্রবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের উত্তর ফুলবাগিচা এলাকার ইঞ্জত আলী ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, ওই বাড়ির আবুল বাশার থেকে মেহেরগঞ্জ মৌঝার জেএল নং: ১৭, খতিয়ান নং: ৬৬, ৬৭, ৬৮, ৬৯, এ ১০ শতাংশ জমি ক্রয় করি। তবে এ জমি ভোগ দখল করতে গেলে একই বাড়ির আলমগীর হোসেন নিজ সম্পত্তি বলে দাবী করে। এরপর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ফয়সালা হয়। তিনি আরও বলেন, ফয়সালা করে শালিসরা আলমগীর ও আমাকে জমি বুঝিয়ে দেন। এরপর আমি ওই জমি থেকে গাছ কাটতে গেলে আলমগীর ও তার লোকজন বাধা দিয়ে আমাকে হেনস্তা করেন। আমি এ ঘটনায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এ ব্যাপারে অভিযুক্ত আলমগীর জানান, শালিসরা রফিকুলকে ৩ শতাংশ জমি বুঝিয়ে দেয়। তবে সে জমি থেকে ফল খেতে পারলেও কোনো প্রকার গাছ কাটতে পারবে না সে। রফিকুল শালিসদের ওই নির্দেশনা অমান্য করে গাছ কাটতে গেলে আমরা বাধা দেই।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।