লালমোহনের রমাগঞ্জে টিসিবির পন্য বিক্রি

ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে টিসিবির পন্য বিক্রি শুরু করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ১৫৬০ পরিবারের মাঝে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে ২ কেজি সোয়াবিন তেল, ২ কেজি চিনি, ২ কেজি মশুর ডাল সহ মোট ৪৬০ টাকার পন্য বিক্রি করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সকালে পন্য বিক্রির উদ্বোধন করেন।
এ বিষয়ে রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত আসন্ন পবিত্র রমজান উপলক্ষে এক কোটি অসহায় পরিবার মাঝে টিসিবির পন্য বিক্রি করা হবে, তারই ধারাবাহিকতায় ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়ের নির্দেশে অসহায় মানুষের মাঝে সরকার কর্তৃক ন্যায্য মূল্যে টিসিবির পন্য বিক্রয় শুরু করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা আওয়ামীলীগ জনগণের সরকার তার প্রমাণ দিয়েছেন। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা একাডেমিক সুপারভাইজার মদন মহন মন্ডল।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।