আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে গেছে ভ্রাম্যমাণ ফেরিওয়ালা

মফস্বল এলাকার নারীদের সাজসজ্জার চাহিদা ছিলো খুবই সীমিত, তারা অল্পতেই সন্তুষ্ট থাকতেন।
এ জন্যই আগের যুগের সংসারে অশান্তি ছিলো খু্বই কম, ভালোবাসা ছিলো ভরপুর। যৌথ পরিবার ছিলো বেশি।
বিভিন্ন ধর্মীয় উৎসবে গ্রামে চুড়ি, চুলের খোঁপা, লিপিস্টিক, নেকপালিশ, সাবান, পাউডার, মেহেদী, চূর্ণ, ফ্রেশওয়াশ, গলার মালাসহ যাবতীয় কসমেটিক নিয়ে ভ্রাম্যমাণ ফেরিওয়ালারা গেলে বাড়ীতেই মহিলারা তাদের চাহিদামত পছন্দের সাজসজ্জা ক্রয় করতেন।
তখন বাজারমুখী যাতায়াত কম ছিলো নারীদের।
বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় নারীরা বাজারমুখী হওয়ায় হারিয়ে গেছে ভ্রাম্যমাণ ফেরিওয়ালা, ভেঙ্গে গেছে যৌথ পরিবার, প্রতিনিয়ত বেশির ভাগ পরিবারেরই হচ্ছে অশান্তি।
ভোলার বাণীর সম্পাদক মাকছুদুর রহমান বলেন, আগের দিনে আমাদের মা চাচিরা বাড়ী থেকে বের হতেন না, আর এখন তো মডেল হয়েছে সবাই মার্কেটমুখী।
বেশি ভাগ পরিবারের নারীদের অতিমাত্রায় চাহিদা থাকার কারনেই সংসার নষ্ট হচ্ছে বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।