দৌলতখানে প্রথম করোনা রোগী শনাক্ত

ভোলার দৌলতখানে প্রথমবারের মত কামরুজ্জামান মজনু নামের এক দৌলতখান হাসপাতালের সহকারী ল্যাব টেকনিশিয়ান এর শরীরে করোনা ভাইরাস কোভিড-১৯ শনাক্ত হয়েছে। রোববার সন্ধ্যায় দৌলতখান হাসপাতাল কর্তৃপক্ষকে এ তথ্য নিশ্চিত করেছে আইইডিসিআর।

আক্রান্ত ওই রোগী ভোলা সদর উপজেলার বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা যায়, ৭ মে করোনার কোন উপসর্গ ছাড়াই ওই চিকিৎসক তার নমুনা সংগ্রহ করে দৌলতখান হাসপাতালের মাধ্যমে আইইডিসিআর পাঠান।

এব্যাপারে দৌলতখান হাসপাতালের পঃ পঃ কর্মকর্তা আনিছুর রহমান জানান, করোনা শনাক্তর বিষয়টি সন্ধ্যার দিকে জানতে পেরেছি।

তার শারীরিক অবস্থা বিবেচনা করে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে দৌলতখান হাসপাতালের ল্যাব ও আউটডোর বন্ধ করে দেয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।