দৌলতখানে চিকিৎসকদের এইএফআই ম্যানেজমেন্ট প্রশিক্ষণ

দৌলতখানে এইএফআই প্রশিক্ষণে বক্তব্য রাখছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ

ভোলার দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে ডাক্তার ও নার্সদের এইএফআই ম্যানেজমেন্ট প্রশিক্ষণ দেওয়া হয়েছে । সোমবার(১৬ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ । অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা মোঃ আনিসুর রহমান । এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু,সূর্যের হাসি ক্লিনিক ম্যানেজার খালেদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক, নার্স ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন । পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ হাসপাতালের করোনা ভাইরাস আইসোলেশন ইউনিট পরিদর্শন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, সারা দেশের ন্যায় দৌলতখানে আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত তিন সপ্তাহব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান ও ইপিআই কেন্দ্রগুলোতে হাম-রুবেলা ক্যম্পইন চলবে। শিক্ষা প্রতিষ্ঠানে হাম-রুবেলা ক্যাম্পেইনে ৪র্থ শ্রেণি/ সমমান পর্যায়ের শিশুদের টিকাদান কর্মসুচি চলবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।