লালমোহনে ৯ জেলের কারাদন্ড

ভোলার লালমোহনে ২ মন হাঙ্গরের বাচ্চা, ৩মন জাটকাসহ ৯ জেলে ও ট্রলার আটক করেছে কোস্ট গার্ড। সোমবার দুপুরে তেঁতুলিয়া নদীর শেখ হাসিনার চর থেকে তাদের আটক করা হয়। আটককৃত ৯ জেলেকে ১ বছর করে কারাদন্ড দিয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি।
এরা হল চরফ্যাশন হাসানগঞ্জ এলাকার লোকমান, বিল্লাল, চরমোন্তাজ এলাকার মান্নান, মুন্সিরহাট এলাকার নুর মোহাম্মদ ও নীল কমল ইউনিয়নের আলমগীর, আব্দুস সাত্তার, মাসুদ বেপারী, আব্দুর রহমান ও আব্দুর রব।
উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হানান রুমি জানান, কোস্ট গার্ডের লালমোহন পেটি অফিসার এম ফেরদৌসের নেতৃত্বে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে জাটকা ও হাঙ্গরের বাচ্চা ধরায় চরমোন্তাজের নাজমুলের মালিকানাধিন একটি মাছ ধরা ট্রলার আটক করে। ট্রলার থেকে ৯ জেলেকে আটক করে ১ বছর কারাদন্ড দেওয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।