ভোলায় সিম চাষীদের বাম্পার ফলন : কৃষকের মুখে হাসি

ভোলায় শীতকালীন ফসল সিমের বাম্পার ফলনে হাসি ফুটেছে ভোলার সিম চাষীদের।

ভোলার চরসামাইয়া ইউনিয়নের চাষীদের সিম বাগানে সরেজমিন গিয়ে কথা বলে জানা যায়, গত বছরের চেয়ে এই বছর সিমের বাম্পার ফলন হয়েছে তবে ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে অতিরিক্ত খরচ হয়েছে বলেও জানান কৃষকরা।
সিম চাষী মনির হোসেন জানান, তিনি ১ কানি জমিতে সিম চাষ করেছেন তার প্রায় ৯০ হাজার টাকার মত খরচ হয়েছে কিন্তু ঘটে যাওয়া কয়েকদিন পূর্বে ঘূর্ণিঝড় বুলবুল এর তান্ডবের কারনে সিম বাগানের অনেক ক্ষতি হয়েছে যা ঠিক করতে অতিরিক্ত খরচ হয়েছে এ বছর।
মনির হোসেন আরো বলেন, এ বছর সিমের বাম্পার ফলন হলেও দাম নিয়ে আমরা চিন্তিত আছি, ৭০ টাকা কেজি থেকে এখন ৪০ টাকায় নেমে এসেছে দাম, আর আমরা মাত্র ২ তোলা দিয়েছি।
সিম চাষীরা জানান, উন্নত মানের প্রশিক্ষণ না থাকায় পোকামাকড় দমনে তারা তেমন অভিজ্ঞ নয় তাই তাদের অনেক সিম পোকামাকড় এর আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে।
চাষীদের দাবী কৃষি অফিস যদি তাদের জন্য কোন প্রশিক্ষণের ব্যবস্থা করতো তাহলে তারা সিম চাষে আরো লাভবান হতেন।
জেলা কৃষি কর্মকর্তা বিনয় কৃষ্ণ বলেন, ভোলায় সিম চাষীরা আগাম সিম চাষ করায় তাদের ফলন ভালো হচ্ছে এবং প্রতিটি গ্রামের সিম চাষীদের নিয়ে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করবো।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।