লালমোহনে দুঃস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ রমজানের আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ভোলার লালমোহন পৌরসভার ১২টি ওয়ার্ডের প্রায় ৪ হাজার নারী ও পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।শনিবার সকালে লালমোহন পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মনিরুজ্জামান মনির তার বাসভবনের সামনে থেকে এ শাড়ি ও লুঙ্গি বিতরণ উদ্বোধন করেন।
এসময় মনিরুজ্জামান মনির বলেন, আমাদের পারিবারিক ভাবে প্রায় দুই যুগ ধরে আমরা প্রতিবছরই ঈদের সময় দুঃস্থ ও অসহায় সাধারণ মানুষজনের মধ্যে শাড়ি লুঙ্গি বিতরণ করে থাকি। তারই ধারাবাহিকতায় এ বছর লালমোহন পৌরসভার ১২টি ওয়ার্ডের ৪ হাজার গরিব অসহায় মানুষের মধ্যে শাড়ি লুঙ্গি বিতরণ করবো। এর মধ্যে তিন হাজার শাড়ি এবং এক হাজার লুঙ্গি। এসময় পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।