সর্বশেষঃ

দৌলতখানে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা

মোঃ মিরাজ হোসাইন ॥ “সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন” এ শ্লোগান কে সামনে রেখে দৌলতখানে সর্বজনীন পেনশন স্কিম মাঠ পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষে উপজেলা সর্বজনীন পেনশন স্কীম বাস্তবায়নের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোঃ সাইদুজ্জামান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কায়সার খসরু।
পেনশন স্কিমের চারটি ধাপ প্রবাস স্কিম, প্রগতি স্কিম, সুরক্ষা স্কিম ও সমতা স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে মাঠ পর্যায়ে জনসচেতনা সৃস্টির লক্ষ্যে ব্যাপক প্রচার প্রচারণা চালানোর বিষয়ে সিদ্ধান্ত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুন্নি ইসলাম, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, থানা অফিসার ইনচার্জ সত্যরঞ্জন খাসকেল, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দীক মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার, উপজেলা কৃষি অফিসার হুমায়রা সিদ্দিকা, বীর মুক্তিযোদ্ধা সংসদ আহ্বায়ক ওয়াজেদ কবির, দৌলতখান সরকারি আবু আব্দুল্ল্যা কলেজ (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মতিউর রহমান, দৌলতখান মহিলা কলেজ অধ্যক্ষ জাবির হাচনাইন সহ প্রমুখ। এছাড়াও ওই সভায় স্থানীয় জনপ্রতিনিধি,স্কুল-কলেজের শিক্ষক, সাংবাদিক, পুলিশ, চাকুরীজীবি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।