বোরহানউদ্দিনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মনিরুজ্জামান, বোরহানউদ্দিন ॥ ভোলার বোরহানউদ্দিনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বোরহানউদ্দিন উপজেলা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান।
ওই সময় বক্তৃতা করেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, টবগী ইউনিয়নের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন হাওলাদার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সোহেল, দেউলা রজ্জব আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. কুদ্দুস, কাচিয়া-টবগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াজ উদ্দিন শাহিন, বোরহানউদ্দিন পৌরসভার প্রতিনিধি মো. ইউসুফ আলী, স্থানীয় সাংবাদিক মোবাশ্বির হাসান শিপন, মহিউদ্দিন আজিম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যৎ আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ইচ্ছা ও তার দূরদর্শী নেতৃত্বেও বহিঃপ্রকাশ। এ স্কিমের মাধ্যমে নির্ভরশীল মানুষের সংখ্যা কমবে। পেনশনের আওতার লোকজন অন্যের বোঝা হয়ে থাকবেনা। রাষ্ট্র পরিচালিত এ স্কিম সবোচ্চ নিরাপদ উল্লেখ করে তাঁরা সবাইকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় যে ৪টি স্কিম রয়েছে তাতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।