সর্বশেষঃ

লালমোহনে অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই, ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার ॥ ভোলার লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির কথা জানিয়েছেন দোকান মালিকরা। এদিকে আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন দোকানী সোহেল এবং বিদ্যুতের তার ছিঁড়ে গায়ে পড়ায় আহত হয়েছেন স্থানীয় মসজিদের ইমাম মো: বাহাউদ্দীন। বুধবার রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড বেড়ির মাথা এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে আহত দোকানী মো: সোহেল ওই এলাকার মো: শামছল হকের ছেলে ও ক্ষতিগ্রস্ত সোহেল স্টোরের মালিক। সে বর্তমানে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোহেলের চাচাতো ভাই মো: রায়হান জানান, বৃহস্পতিবার রাতে দোকানে আগুন লাগে। এাময় ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভায়। তবে ততক্ষণে পুরো দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকানে মুদি, কসমেটিকস, হার্ডওয়্যার, ফার্মেসিসহ বিকাশের ব্যবসা ছিল। আগুনে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। লালমোহন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মো: সোহরাব হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫-২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। অগ্নিকা-ে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করা না গেলেও ওই দোকানে মুদি, কসমেটিকস, ফার্মেসিসহ ভ্যারাটিস ব্যবসা ছিল এবং ওই এলাকার মধ্যে বড় পরিসরের দোকান ছিল বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।