র‌্যাবের যৌথ অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি ॥ র‌্যাবের যৌথ অভিযানে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করা হয়েছে। গত ১৮ মার্চ বিকাল সোয়া ৫টার দিকে র‌্যাব-৮ ও র‌্যাব-১ ঢাকা মহানগরীর ভাষানটেক থানার টেম্পু স্যান্ড সংলগ্ন বাজারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ভোলার চরফ্যাশন উপজেলার পৌর ১নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মৃত মোঃ আবদুল হক এর মেয়ে এবং মোঃ সালাউদ্দিনের স্ত্রী রাবেয়া বেগম এর নামে ৬ মাসের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামীকে গত ১৮ মার্চ বিকাল সোয়া ৫টার দিকে ঢাকা মহানগরীর ভাষানটেক থানার টেম্পু স্যান্ড সংলগ্ন বাজারে যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ৯(খ)/২৫ ধারায় মামলা করা হয়। যার নং- জিআর-৭২/২০১৮, সেশন-৪৮১/২০১৯।

ওই মামলায় তাকে বিগত ০৫/০১/২০২২ ইং তারিখে ১৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান এবং ১০ হাজার টাকা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তিনি আসামী একজন চিহ্নিত মাদক স¤্রাজ্ঞী। গ্রেফতারের পর র‌্যাব-১ এর পক্ষ থেকে র‌্যাব-৮ ভোলা এর কমান্ডার মোঃ জামাল উদ্দিনকে আসামী বুঝিয়ে দেয়া হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।