মনপুরায় ৬০ কেজি ওজনের কচ্ছপ উদ্ধার, নদীতে অবমুক্ত

স্টাফ রিপোর্টার ॥ ভোলার মনপুরায় বিরল প্রজাতির ৬০ কেজি ওজনের একটি জলপাই রঙ্গের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে বনবিভাগ। রবিবার বিকেল ৫ টায় পঁচা কোড়ালিয়া বিটের আওতায় ভাসন ভাঙ্গা বালুর চর থেকে কচ্ছপটিকে উদ্ধার করে বনবিভাগ। পরে কচ্ছপটিকে দখিনা হাওয়া সীবিচ এলাকায় মেঘনায় অবমুক্ত বনবিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।
কচ্ছপ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পঁচা কোড়ালিয়া বিট কর্মকর্তা আব্বাস আলী জানান, ভাসন ভাঙ্গা সংলগ্ন মেঘনায় মাছ শিকারের সময় বালুচরে বড় আকৃতির একটি কচ্ছপ আটকিয়ে থাকতে দেখে। তখন জেলেরা মুঠোফোনে বনবিভাগকে খবর দেয়। পরে কচ্ছপটি উদ্ধার করে বনবিভাগের বনপ্রহরীরা পঁচা কোড়ালিয়া বিটে নিয়ে আসে। পরে স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে মনপুরা দখিনা হাওয়া বিচ সংলগ্ন মেঘনায় কচ্ছপটিকে অবমুক্ত করে।
মনপুরা বনবিভাগের রেঞ্চ কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, উদ্ধার করা কচ্ছপটি জলপাই রঙ্গের সামুদ্রিক কচ্ছপ। এটির ওজন ৬০ কেজি। মনপুরা থেকে বিচ্ছিন্ন চর ভাসনভাঙ্গা চর থেকে থেকে উদ্ধার করে মেঘনায় অবমুক্ত করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।