ভোলার তজুমদ্দিনে নিষেধাজ্ঞ অমান্য, ৭ নৌকা-জালসহ ১২ জেলেকে আটক

রফিক সাদী ॥ ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে নিষেধাজ্ঞ অমান্য করে মাছ ধরার অপরাধে ৭টি নৌকা-জালসহ ১২ জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য অফিস। বুধবার সকালে (৮ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মরিয়ম বেগম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জেলেকে জরিমানা ও অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ৫ শিশু জেলেকে অভিভাবকের কাছ থেকে মুচলেকা গ্রহনের মাধ্যমে ছেড়ে দেন।


উপজেলা মৎস্য অফিসার আমির হোসেন জানান, মার্চ-এপ্রিল দুই মাসের মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করায় মঙ্গলবার দিবাগত রাতে তজুমদ্দিনের মেঘনা নদী থেকে ১২ জেলেকে ৭টি মাছ ধরার নৌকা-জালসহ আটক করা হয়। পরে শশীগঞ্জ স্লুইজঘাটে এনে রাতে জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। নৌকাগুলো জব্দ করে হেফাজতে রাখা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জেলেকে জরিমানা ও ৫ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এর আগেও ১টি নৌকা জালসহ ৫ জনকে আটক করা হয়েছিল। এ পর্যন্ত ১০ জেলে কাছ থেকে ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মোট ১০টি নৌকা জব্দ করে হেফাজতে রাখা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।