দ্রব্য মুল্যের উর্ধগতি রোধ ও পাঠ্যপুস্তকে দারুইন মতবাদ বাতিলের দাবী

তজুমদ্দিনে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপী দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ ও পাঠ্যপুস্তক থেকে দারুইন মতবাদ বাতিলের দাবিতে তজুমদ্দিনে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকালে উপজেলা সদরের উত্তর বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে হাসপাতাল রোড হয়ে উপজেলা চত্তরে এসে শেষ হয়। মিছিল শেষে প্রাণি সম্পদ দপ্তর এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মদিনাতুল উলুম হোসাইনিয়া কাওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা মুসলে উদ্দিন, হোসাইনিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি মাওঃ মোঃ জাফর, ইসলামী আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিনের সভাপতি মাওঃ হারুনুর রশিদ, সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিবুল্লাহ, ইসলামী যুব আন্দোলন সভাপতি হাফেজ মামুনুর রশিদ প্রমুখ। এরপর দেশের জন্য শান্তি ও রহমত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুসলে উদ্দিন।
বক্তারা দ্রব্যমূল্যের ক্রমাগত উদ্ভগতির প্রতিবাদ করেন। এছাড়া পাঠ্য পুস্তক হতে ধর্ম ও জাতিসত্তা বিরোধী বিতর্কিত বিষয়সমূহ বাতিল করে শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।