বেগানা পুরুষ

জাহীদ হোসেন

আমি বারবার ফিরে আসি তোমার কাছে অস্তিত্বের আহবানে
এ আমার জন্ম-জন্মান্তরের সাধনা,
যেমন দিন শেষে রাত আসে অতি সংগোপনে !
অঞ্জলি, আমি তোমার সেই গভীর রাতের বাসনা।

তুমি প্রভাতের সূর্যের প্রতীক্ষায় থাকো অন্ধকারে আর আমি রাতের চাঁদ,
হারিয়ে যাই সেই গহ্বরে, যেভাবে পাল্টায় দিন-রাত,
ঠিক সেভাবে পাল্টাও তুমি অনবরত,
নতুনের আলিংগনে তোমার ঘুরপাক চলে।

আমার জীবন বহতা নদীর মতো চির যৌবনা,
প্রমত্তা যেনো গুণ টেনে ঢেউয়ের বিপরীতে এগিয়ে চলে নৌকা,
হাজারো গঞ্জ-ঘাট পেরিয়ে তোমার কাছেই ফিরে আসা আমি নইগো বেগানা পুরুষ,
তাই এভাবেই টিকে থাকা। আমার জীবন ভালোবাসাহীন হলে তোমার কলংক হবে একটা নদী মরুপথে হারালে আর কী খুঁজে পাওয়া যায়,
আমার জীবনে শুধুই হাহাকার থাক,
অভিশাপ আর নয় অঞ্জলি তুমিই আমার নিঃসঙ্গতার সঙ্গী, উর্বর সময়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।