কবিতায় দুঃখ জমা রাখি

জাহীদ হোসেন

খোলা আকাশের কাছে জানতে চাইলাম
তুমি দুঃখ পেলে কোথায় জমা রাখো?
আকাশ মুচকি হেসে জবাব দিলো
বৃষ্টি নামিয়ে দুঃখ ঝরিয়ে ফেলি।

শক্তিধর সূর্যের কাছে জানতে চাইলাম
তুমি তো সৌরমন্ডলের শক্তির আধার,
তুমি দুঃখ পেলে কোথায় জমা রাখো?
সূর্য বললো তাপ কমিয়ে শীত আনি।

পূর্ণিমার চাঁদের কাছে জানতে চাইলাম
তুমি দুঃখ পেলে কোথায় জমা রাখো?
চাঁদ বললো আমি কলংক ভালোবাসি
আর মেঘের কাছে দুঃখ জমা রাখি।

ঝলমলে তারার কাছে জানতে চাইলাম
তুমি দুঃখ পেলে কোথায় জমা রাখো?
তারা বললো আমি মিটমিট করে জ্বলি
লক্ষ যোজন দূরে রই, একা একাই চলি।

অবশেষে নিজেকে প্রশ্ন করলাম, হে কবি,
নিজে দুঃখ পেলে কোথায় জমা রাখো?
নিজেকে শুধাই, কে আমি? কার আমি?
জবাব নাই! তাই, কবিতায় দুঃখ জমা রাখি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।