সর্বশেষঃ

বোকারাই সত্য বলে

বোকারাই সত্য বলে

জাহীদ হোসেন

এখন শুধু বোকারাই সত্য বলে
সত্য চলে গেছে সূদুর নির্বাসনে,
ভাবছো বসে সমাজের উঁচু চূড়ায়
বোকাদের উপরে নিত্য ছড়ি ঘুরাই,
জিতে যাচ্ছো হররোজ অবলীলায়
ছলে, বলে, কৌশলের সব খেলায়।

আকাশ জুড়ে গুমোট মেঘের খেলা
বোকা বলেই পাচ্ছি অবহেলা,
পুতুল নাচের খেলায় মত্ত ওরা
যাচ্ছে কেটে সকাল সন্ধ্যা বেলা,
বোকার মাঝে সরল আত্মার বাস
বোকার ঘরেই মানবতার চাষ।

দিন বদলের খুশিতে আটখানা
ভাবছো তুমি বোকারা দিনকানা,
আমরা কেবল হেরেই যাচ্ছি রোজ
কেউ আমাদের নিচ্ছে নাকো খোঁজ,
এ কোন জীবন? পিছন দিকে চলা
একটা জীবন পুরোই বন্দীশালা।

ভাবছো তুমি আমরা আহাম্মক
বোকারাই তো খেলার ক্রীড়নক,
কলুর বলদ ঘুরছে অবিরত
চোখ বাঁধা সেই কানামাছির মতো,
এভাবে আর চলবে কতো দিন
চোখের বাঁধন খোলার শপথ নিন।

এখন শুধু বোকারাই সত্য বলে
সত্য চলে গেছে বোকাদের দলে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।