সর্বশেষঃ

হৃদয়ে রক্ত ঝরা

জাহীদ হোসেন

আমার কাছে বাবা মানে চাঁদের গল্প বলা
আমার কাছে বাবা মানে হাত ধরে পথ চলা,
আমার কাছে বাবা মানে ঘাম ঝরা এক দুপুর
হাড়কাঁপা শীতের সকাল, কাঙ্খিত রোদ্দুর।

আমার কাছে বাবা মানে নিরাপদ আশ্রয়
শাসন বারণ নিয়ম-নীতির বিমূর্ত সময়,
গল্প কবিতা ইতিহাসের সেই সাহসী পাতা
সুকান্ত আর নজরুলের বিদ্রোহের কবিতা।

আমার কাছে বাবা মানে বিপ্লবী এক সুর
বাবার কাঁধে ভর করে পার হওয়া সমুদ্দুর,
বাবা মানে বটবৃক্ষ, সুনিশ্চিত এক ছায়া
শত যাতনা চেপে রাখা হাসিমাখা এক মায়া।

আমার কাছে বাবা মানে বিরতিহীন দ্রুতযান
জীবনটা উৎসর্গ করা সীমাহীন সংগ্রাম,
ঝড় তুফানে আশ্রয় নেয়া নির্ভর এক ছাতা
বাবা মানে ঈদের খুশি, নতুন রঙিন জামা।

আমার কাছে বাবা মানে ঝলমলে ধ্রুব তারা
দুঃখের সাগর পাড়ি দেয়া নাবিক আত্মহারা,
সুখসাগরে ভাসিয়ে আমায় তুমিই পথহারা
আমার কাছে বাবা মানে হৃদয়ে রক্তঝরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।