জেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান শফিকুল ইসলাম ও শিক্ষক ড. মোহসীন

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ভোলার লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি কলেজ পর্যায়ে জেলাতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। একই সাথে ওই কলেজের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মোহসীন শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। সম্প্রতি জেলা শিক্ষা অফিস থেকে তাদের কে কলেজ পর্যায়ে জেলায় শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হয়।


জানা যায়, সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি বরিশাল বিভাগ থেকে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ তে তিনি জাতীয় শ্রেষ্ঠ রোভার শিক্ষক ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ তে কলেজ পর্যায়ে তিনি জাতীয় শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হন। এছাড়া তিনি বাংলাদেশ স্কাউট জাতীয় সদর দপ্তর কর্তৃক মেডেল অব মেরিট (২০১১), বার্ড টু দি মেডেল অব মেরিট (২০১৫) ও লং সার্ভিস অ্যাওয়ার্ড (২০১৭) পদক/সম্মাননা প্রাপ্ত একজন স্কাউট ব্যক্তিত্ব। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য তিনি ২০১৯ এ শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ কর্তৃক শেরে বাংলা স্মৃতি পদক-২০১৯ ও স্বাধীন বাংলা সংসদ (স্বাবাস) কর্তৃক স্বাধীন বাংলা বিজয় গোল্ডেন অ্যাওয়ার্ড-২০১৯ প্রাপ্ত হন। এ বছর তিনি শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ কর্তৃক বাংলাদেশ ভারত মুজিববর্ষ সম্মাননা স্মারক ২০২০ প্রাপ্ত হন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।