ঢাকায় কাভার্ডভ্যান চাপায় মটরসাইকেলের তিন আরোহী নিহত

লালমোহন থেকে র‌্যাবের হাতে চালক গ্রেফতার

ভোলার লালমোহন থেকে কাভার্ডভ্যান চাঁপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহতের ঘটনায় কাভার্ডভ্যান চালককে গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। র‌্যাব-৮ ভোলার ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাবুদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে উপজেলার বালুরচর এলাকার বাসিন্দা মো. ইলিয়াছের বাড়ি থেকে মো. বশির নামের ওই চালককে গ্রেফতার করা হয়। বশির কালমা ইউনিয়নের চরলক্ষ্মী এলাকার মনিদ্দিন বাড়ির মো. নাছিরের ছেলে।
জানা যায়, বশির ঢাকায় কাভার্ডভ্যানের ড্রাইভার। গত বুধবার ভোরে উত্তরার আজমপু রবীন্দ্র সরণি এলাকায় আমির কমপ্লেক্সের সামনে একটি মটরসাইকেলকে চাঁপা দেয় সে। এসময় মটরসাইকেলে থাকা নারীসহ তিন আরোহী নিহত হন। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মটরসাইকেল চালকের ভাই আব্দুল কাদের বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় প্রধান আসামী করা হয় বশিরকে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।