লালমোহনে বীরমুক্তিযোদ্ধা আবদুর রব তহশিলদারের ৪২তম মৃত্যু বার্ষিকী পালিত

ভোলার লালমোহনের স্বনামধন্য সাবেক সমাজসেবক, শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা আবদুর রব তহসিলদারের ৪২তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। তিনি লালমোহনের সরকারি শাহবাজপুর কলেজ প্রতিষ্ঠাতা, কলেজ কমিটির আহবায়ক ও পূর্ণাঙ্গ গভনিং বডির সাধারণ সম্পাদক ছিলেন। ১২ মার্চ শনিবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগ সরকারি শাহবাজপুর কলেজ শাখার উদ্যোগে কলেজের প্রতিষ্ঠাতা আবদুর রব তহশিলদারসহ অনান্য সকল প্রতিষ্ঠাতাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এসময় কলেজের শিক্ষকমন্ডলী শিক্ষার্থীসহ অনান্যরা উপস্থিত ছিলেন।
পরে আসরবাদ মরহুমের সন্তান লালমোহন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল পাঞ্চায়েতের উদ্যোগে মরহুমের কবর জিয়ারত করে দোয়া মোনাজাত করা হয়। এসময় বিভিন্ন নেতাকর্মীসহ মরহুমের আতœীয়স্বজন উপস্থিত ছিলেন। মরহুম আবদুর রব তহসিলদার লালমোহনের বনেদী পরিবার পাঞ্চায়েত বাড়ীর সন্তান এবং ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওনের দাদা। মরহুমের ছেলে শফিকুল ইসলাম বাদল পাঞ্চায়েত তার বাবার রুহের মাগফেরাত কামনায় সকল ধর্মপ্রাণ মুসলিম এর কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ তায়ালা তাকে যেন বেহেস্তবাসী করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।