সাদিও মানের নামে “সেনেগালে” স্টেডিয়াম

দিনকয়েক আগেই মিশরকে হারিয়ে আফ্রিকান নেশন্স কাপে শিরোপা নিজেদের করে নিয়েছে সেনেগাল জাতীয় ফুটবল দল। এই শিরোপা জয়ে সবচেয়ে বেশি অবদান ছিল স্ট্রাইকার সাদিও মানের। মিশরের বিপক্ষে ফাইনালে পেনাল্টি শ্যুট আউটে তার গোলেই সেনেগালের শিরোপা নিশ্চিত হয়। তার নামকরণেই সেনেগালে এবার তৈরি করা হচ্ছে ফুটবল স্টেডিয়াম। নিজ দেশের মানুষের সেবায় বহু আগেই লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছেন লিভারপুল সুপার স্টার। করোনা মহামারি চলাকালীন সময় বিশেষ তহবিল প্রদান করেছেন। হাসপাতাল, স্কুল ও মসজিদ নির্মাণে অর্থ প্রদান করেছেন। তবে আফকন শিরোপা তাকে নিয়ে গেছে সম্মানের সর্বোচ্চ চূড়ায়।
সেনেগালের ডাকার শহরের মেয়র আবদুলয়ায়ে দিওপ সাদিও মানে নিয়ে বলেন, ‘মানে সেনেগালসহ পুরো সেদহু প্রদেশকে সম্মানিত করেছেন। এ কারণেই আমি সেদহু স্টেডিয়ামটিকে সাদিও মানের নামের নামকরণের ঘোষনা দিচ্ছি। এর মাধ্যমে ভবিষ্যত প্রজন্ম তাদের জাতীয় বীরের সাথে পরিচয় হতে পারবে। এই উপহার সত্যিকার অর্থেই মানের প্রাপ্য।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।