সর্বশেষঃ

‘দুর্যোগে-দুর্ভোগে মানুষের পাশে সরকার’: এমপি মুকুল

দুর্যোগ প্রতিরোধে সরকারের নেয়া পদক্ষেপ বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন, প্রাথমকি ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল।

সোমবার (১৬ আগস্ট) বেলা ১২ টায় উপজেলা চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে নগদ অর্থসহ ঢেউ টিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মুকুল এ কথা বলেন।’

তিনি বলেন, ‘দুর্যোগে-দুর্ভোগে মানুষের পাশে প্রধানমন্ত্রী। এ বছর ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায়ও সরকারের ব্যাপক প্রস্তুতি ছিল। দারিদ্র্য বিমোচনসহ সামাজিক নিরাপত্তা অর্জনে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপগুলো বাংলাদেশের অর্থনীতিকে করেছে সমৃদ্ধ। দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ প্রশংসিত হয়েছে সারাবিশ্বে।’

এ সময় গৃহ নির্মাণের জন্য ২৫টি অসহায় পরিবারের মাঝে ঢেউ টিন ও ৩ হাজার টাকার চেক প্রদান করেন এমপি মুকুল।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদর চেয়ারম্যান মনজুর আলম খাঁন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার ,  পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।