সর্বশেষঃ

দৌলতখানে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের দায়ে একজনের জেল-জরিমানা

ভোলার দৌলতখানে ড্রেজার দিয়ে মাটি উত্তেলন করার দায়ে একজনের করাদন্ড ও জরিমানা করা হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে রোববার সন্ধ্যায় রায় প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কাওছার হোসেন জানান, দৌলতখান উপজেলা মেঘনা নদীর দ্বারা বেষ্টিত। বন্যা ও জলোচ্ছ্বাস থেকে উপজেলা বাসীকে রক্ষা করতে পানি উন্নয়ন বোর্ড ৩১ কোটি টাকা ব্যয়ে ওই রক্ষাবাঁধ নির্মান করে। বাঁধের এক কিলোমিটারের মধ্যে থেকে বালু বা মাটি উত্তোলন নিষেধাজ্ঞা থাকলেও দন্ডিত ব্যক্তি তা উপেক্ষা করে ড্রেজার বসিয়ে বালু ও মাটি উত্তোলন করে আসছিল। খবর পেয়ে সেখানে গিয়ে নুর উদ্দিন নামে একজনকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করায় ১ মাসের কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। নুর উদ্দিন উপজেলার ভবানীপুর ইউনিয়নের গজনবী মাঝির ছেলে। তিনি আরও জানান, সরকার ও জনগণের স্বার্থে এ ধরণের কাজ যদি কেউ করে তাহলে তাকে ছাড় দেওয়া হবেনা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।