দৌলতখানে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন

নিয়োগবিধি সংশোধন, টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন বৈষম্য নিরসনের দাবিতে দৌলতখানে কর্মবিরতি পালন করেছে হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ) কেন্দ্রীয় কর্মসূচির আলোকে বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন দৌলতখান উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ( সকাল ৯ টা থেকে বিকাল ৩টা) পর্যন্ত এ কর্মবিরতি পালিত হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন, বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন দৌলতখান শাখার সভাপতি মোঃ মাইনুদ্দিন। এসময় বক্তারা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য নিরসনের ঘোষণা দিয়েছিলেন। ২০১৮ সালের ২ জানুয়ারী মাননীয় স্বাস্থ্যমন্ত্রী দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়ার পরও দাবি বাস্তবায়ন হয়নি।’ তাঁরা বলেন, ২০২০ সালের ২০ ফেব্রুয়ারী হাম-রুবেলা ক্যাম্পেইন-এর কার্যক্রম বর্জন করলে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী দাবিসমূহ মেনে নিয়ে লিখিত সমঝোতা পত্রে স্বাক্ষর করেন । দুঃখজনক হলেও লিখিত সেই সিদ্ধান্ত অদ্যবধি বাস্তবায়ন হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান বক্তারা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।