দ্বীন (ধর্ম) অবক্ষয়ের কারণসমূহ

আবদুল্লাহ বিন দায়লামী (রহঃ) বলেন, দ্বীন অবক্ষয়ের প্রথম কারণ হলো, সুন্নাহ ত্যাগ করা। রশির একটা’র পর একটা পাক নষ্ট হতে হতে যেমন তা ছিঁড়ে যায়, তেমনি একটা’র পর একটা সুন্নাহ উঠে যেতে যেতে দ্বীন বিলীন হয়ে যাবে। (লালকাঈ ১/৯৩,১২৭, দারেমী-১/৫৮,৯৭)।
* তিনি আরও বলেন, আমি ইবনে আমরকে বলতে শুনেছি যে, ‘বিদ’আত আবিস্কার হলে’ই (দ্বীনের)বিলুপ্তি বৃদ্ধি পায়। আর সুন্নাহ বর্জিত হলে’ই অধঃপতন বৃদ্ধি পায়। (লালকাঈ-১/৯৩,১২৮, ইবনে আয্যা-৪৪পৃ)।
* আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ) বলেন, ‘সাবধান ! তোমাদের কেউ যেন নিজ দ্বীনের ব্যাপারে কোন ব্যক্তির এমন অন্ধ অনুকরণ না করে যে, সে ঈমানের কাজ করলে সেও করবে, নচেৎ সে কুফরি করলে সেও করবে। বরং যদি তোমাদের অন্ধ অনুকরণ করা জরুরী’ই হয়, তাহলে তোমরা পরলোকগত মানুষের (নবী ও সাহাবাদের) অনুকরণ কর। কারণ, জীবিত ব্যক্তির ব্যাপারে ফিতনার নিরাপত্তা নেই। (লালকাঈ ১/৯৩,১৩০, মাজমাউয যাওয়াইদ, হাইষামী ১/১৮০)।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।